বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মুম্বাইয়ের মাফিয়া কুইন দীপিকা !

নিউজ ডেস্ক:

দুই বছর আগে মুক্তি পাওয়া ‘পিকু’তে দীপিকা পাড়ুকোন-ইরফান খানের রসায়ন সবাইকে মুগ্ধ করেছিল। আবারও পর্দায় ফিরছে এ জুটি। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করছেন হানি ত্রিহান আর প্রযোজনায় আছেন বিশাল ভরদ্বাজ।

ছবিতে মাফিয়া কুইনের চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ইরফান অভিনয় করবেন স্থানীয় এক গ্যাংস্টারের চরিত্রে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২ অক্টোবর। হুসাইন জাইদির বই মাফিয়া কুইন্স অব মুম্বাই অবলম্বনে ছবিটি নির্মাণ করা হবে।

দীপিকা অভিনয় করবেন মাফিয়া কুইন রহিমা খানের চরিত্রে যিনি স্বপ্না দিদি নামে পরিচিত ছিলেন মুম্বাইতে। তার প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন ইরফান খান। আন্ডারওয়ার্ল্ডের ডন খ্যাত দাউদ ইব্রাহিম হত্যা করতে রহিমার অভিযান নিয়ে এগোবে ছবির কাহিনী। আর এ কাজে তাকে সাহায্য করতে এগিয়ে আসে তার প্রেমিক।

সূত্র : এনডিটিভি

Similar Articles

Advertismentspot_img

Most Popular