নিউজ ডেস্ক:
ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার রাতে টস হেরে ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ। শিখর ধাওয়ানকে নিয়ে ৮১ রানের জুটি গড়েন ওয়ার্নার। তবে ১০.২ ওভারের অধিনায়কের আউটের মধ্য দিয়ে ধসে পড়ে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ। ওয়ার্নার ৪৯ এবং ধাওয়ান ৪৮ রান করেন। আর শেষ দিকে কাটিং ২০ রান করলে মুম্বাইয়ের লক্ষ্য দাঁড়ায় ১৫৯ রানের।
জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বাই। এদিন ফের ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কলকাতা ম্যাচের নায়ক নিতিন রানা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান (৩৬ বল) করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ২টি ছক্কায়। এছাড়া রান পেয়েছেন ওপেনার পার্থিব পটেল (২৪ বলে ৩৯) এবং ক্রুনাল পান্ডে (২০ বলে ৩৭)।
হায়দরাদের হয়ে তিনটি উইকেট দখল করেন ভূবনেশ্বর কুমার। আশীষ নেহরা, রশিদ খান ও দীপক হুডা পান একটি করে উইকেট। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান একাদশে থাকলেও এদিন পুরোপুরি ব্যর্থ কাটার মাস্টার। প্রথম ওভারের ১৯ রানসহ ২.৪ ওভারের ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।