মুন্সিগঞ্জ সদরের একটি পাটগুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় দুশত মন পাট। শনিবার দুপুর ১ টার দিকে পৌরসভার কাটাখালি সরকারি খাদ্যগুদাম সংলগ্ন স্থানীয় নূর হোসেন বেপারীর পাটগুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
তবে এরই মধ্যে গুদামে থাকা দুশত মন পাট পুড়ে যায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রাকিব জানান, দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। তবে পাট মজুদ করা মালিকের দাবি ৪ লাখ টাকা।