মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা জৈনসার ইউনিয়ন কাঁঠালতলী গ্রামে জাতীয়তা বাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে জৈনসার ইউনিয়ন কাঁঠালতলী গ্রামে মসজিদ সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জৈনসার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. লিটন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ মজুমদার।
সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো.আমির সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, টঙ্গীবাড়ী থানা কৃষকদলের আহ্বায়ক আমিনুল তালুকদার,মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা মুন্নি আক্তার, সিরাজদিখান থানা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, জৈনসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন শেখ,কৃষক দলের সহ-সভাপতি মো. মোতালিব, সাধারণ সম্পাদক আকলেছ শেখ, আহবায়ক আবু তাহের শেখ, ৩নং ওয়ার্ড সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম মৃধা, কৃষক দলের নেতা মো. সুজন শেখ, মো. নূর শেখ, যুবদল নেতা মোঃ নুরুজামাল হাওলাদার, জসিম ঢালী প্রমুখ।
এতে কৃষকেরা দাবি জানান, সরকার থেকে আলুর বীজ,ধান,সার,মেশিন ও যন্ত্রপাতি সঠিক মূল্যে যেন পান।প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমরা কৃষকদের সমস্যা ও চাহিদাগুলি কেন্দ্রীয় কার্যালয়ে জানাবো এবং দ্রুত এর সমস্যা সমাধান করব। এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।