মুজিবনগর মহাজনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন !

0
35

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা পরিষদ ও মহাজনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মিড ডে মিল-২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে মিড ডে মিল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার। জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিড ডে মিল এর উদ্বোধন করেন । বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমূখ।

সহকারী শিক্ষক মনিরুল ইসলামের সনচালনায় স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলাউদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, বিদ্যালয় ম্যানিজিং কমিটির সহ-সভাপতি আব্দুল গনী প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সহ সকলেই শিক্ষার্থীদের হাতে দুপুরের খাবার তুলে দেন।