বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মুজিবনগর নাজিরাকোনা বিওপির অভিযানে ৪৫৬ কেজি ভারতীয় টিএসপি সার আটক

মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরের মুজিবনগর উপজেলার খলশাগাড়ী গ্রামের রাস্তার পাশে থেকে ভারতীয় টিএসপি সার আটক করেছে নাজিরাকোনা বিওপি। মঙ্গলবার রাতে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪৫৬ কেজি টিএসপি সার আটক হরা হয়। এবিষয়ে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

নাজিরাকোনা বিওপির টহল কমান্ডার নায়েক সমশের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগরের সীমান্তবর্তী এলাকা খলশাগাড়ী গ্রামে অভিযান চালানো হয়। চোরাচালান কারীরা আমাদের উপস্থিতি টের পেয়ে রাস্তার পাশে ৪৫৬ কেজি ভারতীয় টিএসপি সার ফেলে পালিয়ে যায় । পরে সারগুলি আমরা উদ্ধার করি। যার আনুমানিক মূল্য ১৫,৯৬০ টাকা হতে পারে। আটককৃত সার কাষ্টমস অফিসে জমা করা হয়েছে। এসময় নাজিরাকোনা বিওপির সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular