‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
নিউজ ডেস্ক:‘মুজিবনগরে রেলপথ তৈরির করার জন্য যে সমীক্ষার কাজ শুরু করা হয়েছিল, তা শেষ পর্যায়ে আছে, শিগগিরই রেলপথের কাজ শুরু হবে। এ ছাড়া স্বাধীনতার সূতিকাগার মুজিবনগরকে অত্যাধুনিক মুক্তিযুদ্ধ পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্যে সরকার যে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, তার কাজ কয়েক মাসের মধ্যে শুরু করা হবে। বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার মধ্য দিয়ে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছে, যার কারণে বর্তমান সরকারের আমলে কাউকে না খেয়ে থাকতে হচ্ছে না। বর্তমান সরকারের আমলে রাস্তা-ঘাটের ব্যাপক উন্নতি হয়েছে। স্কুল-কলেজে নতুন বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। গরিব মেধাবী শিক্ষার্থীরা যাতে ভালো করে লেখাপড়া করতে পারে, সে জন্যে উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। কোনো মানুষকে এখন আর অন্ধকারে জীবনযাপন করতে হচ্ছে না। ভৈরব নদ খনন করা হয়েছে। সেখানে মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবেন। বর্তমান সরকারের আমলে কোনো মানুষকে না খেয়ে থাকতে হচ্ছে না।’
গতকাল রোববার বেলা একটার দিকে মুজিবনগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রসাশন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে সন্ধ্যার পর মানুষ রাস্তায় বের হতে ভয় পেত। যেখানে-সেখানে চুরি-ডাকাতি হত। গরু, ছাগল কেউ ভয়ে বাইরে বের করে রাখতে পারত না। কিন্ত বর্তমান সরকারের আমলে চুরি, ডাকাতি একবারে কমে গেছে। সবাই বুক ফুলিয়ে রাতের বেলা রাস্তায় ঘুরে বেড়াতে পারছে। দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে।
মেহেরপুর জেলা তথ্য অফিস ও মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, আফরাজো খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেমসহ চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুজিবনগর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি মুজিবনগরের উন্নয়নের জন্য কিছু কর্মপরিকল্পনা জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের কাছে হস্তান্তর করেন। তার মধ্য ছিল কেদারগঞ্জ বাজারে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল স্থাপন ও তার নকশা।