বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মুখ দিয়েই ৬টি ইট তুলে নিতে পারেন যিনি!

নিউজ ডেস্ক:

টুথপেস্টে লবণ থাকলেই নাকি শক্তিশালি হয় দাঁত। এমনটাই বলে টুথপেস্ট কোম্পানিগুলি। তবে টুথপেস্টটির এই গুণাগুণই মনে হয় সত্যি হয়ে গেল সায়েদ তাহিরের ক্ষেত্রে। কারণ তিনি ছয়টি ইট মুখ দিয়েই তুলে নিতে পারেন।

পাকিস্তানের  বাসিন্দা এই তাহিরের বয়স মাত্র ২১। এই যুবকটিই তার নিজের দাঁত দিয়েই অসাধ্য সাধন করে দেখিয়েছে৷ তাহির একটি ভিডিও প্রকাশ করেছে৷ যেখানে স্পষ্ট দেখানো হয়েছে, তিনি ছয়টি ইট একবারে তুলে নিয়েছেন একসঙ্গে৷ শুধুমাত্র তার দাঁতের সাহায্যে৷ তবে শুধু ছয়টি ইট এই ভাবে তুলে নিয়েই কিন্তু তিনি ক্ষান্ত থাকেননি। এর পাশাপাশিই সেই ইট গুলিকে নিয়ে সে ঘুরে বেরিয়েছে এদিক ওদিক। এমনকি শুধু ছয়টি ইট নয। ৷ আটটি ইট নিয়েও সে অনায়সে ঘুরে বেরাতে পারে৷

এমন এক অসাধারণ একটি কাজ করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তার এলাকায় সে আপাতত হিরো হয়ে গিয়েছেন। তবে তার নিজস্ব শিক্ষাগত যোগ্যতা কিন্তু তেমন কিছুই নেই। বিদ্যালয় থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল পড়াশুনায় কৃতকার্যের জন্য। এমনকি সে তার নিজের এমন কাজেও সে নিজে বিস্মিত ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular