বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মুক্তি পেল ‘বাহুবলী ২’র মোশন পোস্টার !

নিউজ ডেস্ক:

মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘বাহুবলী ২’ এর নতুন পোস্টার। শিবরাত্রির দিন এই পোস্টার টুইটারে রিলিজ করলেন ছবির পরিচালক এস এস রাজামৌলি। করণ জোহর শেয়ার করলেন এই ছবির মোশন পোস্টার। গত বছর নভেম্বরে ছবিটির প্রথম পোস্টার মুক্তি পায়। তারপর থেকেই এটি নিয়ে কৌতূহলের পারদ চড়ছে। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথমেই মুক্তি পেতে পারে ‘বাহুবলী ২’-এর ট্রেলার। ২৮ এপ্রিল মুক্তি পেতে পারে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’।

‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তি পায় ২০১৫ তে। সিনেমা হলের সব রেকর্ড ভেঙে ফেলা এই ছবি ৬০০ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে রাজামৌলির দাবি, বাহুবলীর দ্বিতীয় পর্ব প্রথমটির তুলনায় কয়েক গুণ বেশি পছন্দ করবেন দর্শক।

‘বাহুবলী ২’-এর গল্পের ইউএসপি হল বাহুবলী কেন খুন হয়েছিল? কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল? এটা ফাঁস হয়ে গেলে দর্শকদের ছবিটা হলে গিয়ে দেখার আর ততটা উত্সাহ থাকবে না। কিন্তু এই তথ্যটা জানেন মাত্র তিন জন। টিম ‘বাহুবলী ২’-এর পক্ষ থেকেই এ খবর জানানো হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular