বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য কোটা বহালের যৌক্তিকতা নেই’

স্বাধীনতার ৫৩ বছর পর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য কোটা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের। চলমান কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক দাবি করে তিনি বলেন, কর্মক্ষেত্রে মেধাকে মূল্যায়ন করতে সীমিত আকারে নারী এবং প্রতিবন্ধী কোটা রেখে সব কোটা বাতিল করা উচিত।

গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় রংপুর নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

তিনি বলেন, গত কয়েক দিনের ছাত্র আন্দোলনের পরিস্থিতি বিবেচনা এবং জনমতে আমরা দেখতে পেয়েছি দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে।

তাই কোটার মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি না করে আন্দোলনকারীদের সব দাবি-দাওয়া দ্রুত মেনে নেওয়া উচিত।

এদিন প্রশ্নফাঁস ইস্যুতেও কথা বলেন তিনি। বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার একটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী দুর্নীতিবাজ গোষ্ঠী তৈরি করছে। বরাবরই এসব দুর্নীতিবাজদের আবার পৃষ্ঠপোষকতাও করে যাচ্ছে তারা। ফলে দুর্নীতি করে রাতারাতি টাকার কুমির হয়েও আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছে হাজারো দুর্নীতিবাজ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular