মুক্তামণির দ্বিতীয় দফায়অস্ত্রোপচার সম্পন্ন !

0
19

নিউজ ডেস্ক:

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণির হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১টার হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অপারেশন থিয়েটারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

এর আগে, অস্ত্রোপচারের জন্য সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

গত ৫ আগস্ট রোগ শনাক্ত করতে মাংস কেটে টিস্যু নিয়ে বায়োপসি করার জন্য মুক্তামণির হাতে প্রথম অস্ত্রোপচার করা হয়। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একই অপারেশন থিয়েটারে চলে এ অস্ত্রোপচার।

এর তিনদিন পর গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, মুক্তার হাতের একাধিক অপারেশনের প্রয়োজন রয়েছে। এমনকি তার বাম হাত কেটে ফেলতেও হতে পারে।

উল্লেখ্য, ১১ জুলাই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় মুক্তামণিকে। সে সময় তার বিরল রোগকে ‘হাইপারকেরাটসিস’ কিংবা স্কিন ক্যান্সার বলে ধারণা করেছিলেন ডা. সামন্ত লাল সেন।