বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার পরিণাম ভালো হবে না’

নিউজ ডেস্ক:

‘রোহিঙ্গাদের ওপর নৃশংস অভিযানের দায়ে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তার পরিণাম ভালো হবে না। ‘ মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্ঠা অং সান সু চির মুখপাত্র জা হুতাই শুক্রবার এ মন্তব্য করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম এশিয়া সফরের প্রাক্কালে মার্কিন সিনেটে মিয়ানামার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটি দেয়া হয়। দীর্ঘ সময় পর গণতন্ত্রে প্রত্যাবর্তন করায় গত বছর মিয়ানমারের ওপর থেকে বেশি কিছু নিষেধাজ্ঞা তুলে নেয় আমেরিকা। সেগুলোও পুনরায় আরোপের সুপারিশ করা হয়েছে ওই প্রস্তাবে।

জা হুতাই বলেন, ‘এটি শুধু সেনাবাহিনীর মালিকানাধীন ব্যবসাই নয়, আমাদের সামগ্রিক ব্যবসায়িক বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে। এটি অবশ্যই খারাপ প্রভাব ফেলবে। এতে শুধু খারাপই হবে। সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক সরকারের শাসনকেও এ নিষেধাজ্ঞা বাধাগ্রস্থ করবে। ‘

আগামী ১৫ নভেম্বর মিয়ানমার সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তাকে সবকিছু ব্যখ্যা দেবেন বলে দাবি করেছেন জা হুতাই।
এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন দেশ কোনো প্রমাণ ছাড়াই মিয়ানমারের দিকে অভিযোগের আঙুল তুলছে বলে দাবি করেছেন তিনি। রাখাইনে রোহিঙ্গাদের নির্মূলে সেনাবাহিনীর অভিযান বিষয়ে জা হুতাই বলেন, ‘কেউ এসবের শক্ত প্রমাণ হাজির করতে পারবে না। কিন্তু সবাই অভিযোগ করে যাচ্ছে। শুধু অভিযোগ করবেন না। শক্ত প্রমাণ দেখান এবং আমাদের সহযোগিতা করুন। ‘ সূত্র: রয়টার্স

Similar Articles

Advertismentspot_img

Most Popular