মিসাইল তৈরিতে ৫৫ কোটি ডলার বাড়তি বরাদ্দ ইরানের !

0
24

নিউজ ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জোরদার করার জন্য উদ্যোগ নিয়েছে। এই জন্যে জাতীয় সংসদে একটি বিল আনার প্রস্তুতি নিয়েছে দেশটি। বিলটি পাস হলে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ইরান আরও ৫৫ কোটি ডলার বাড়তি বরাদ্দ দিতে পারবে বলে জানা গেছে।

এছাড়াও একইসঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আল-কুদস ব্রিগেডকে জোরদার করার জন্যও নতুন করে বাজেট বরাদ্দ দেওয়া হবে। সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান জোরদার করার লক্ষ্যে কুদস ব্রিগেডের জন্য বাড়তি বাজেট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে মার্কিন সিনেট সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও কুদস ব্রিগেডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিল পাস করেছে। তার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও কুদস ব্রিগেডের কার্যক্রম জোরদার করতে যাচ্ছে। বাড়তি বরাদ্দের অর্ধেক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে এবং বাকি অর্ধেক কুদস ব্রিগেডের জন্য ব্যয় করা হবে।

এছাড়া ইরানের সামরিক শক্তি বাড়ানোর জন্যে এই বিলে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সামরিক অভিযান বিষয়ক পরিকল্পনা তুলে ধরার জন্য বলা হবে বলে জানা গেছে। আগামী এক মাসের মধ্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে তুলে ধরতে হবে।