পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাঠানো এক চিঠিতে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বন্ধুপ্রতিম দুদেশের সবার জন্য শান্তি, উন্নয়ন ও সুরক্ষার লক্ষ্য অর্জনে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন হাসান মাহমুদ।
বুধবার মিসরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি মন্ত্রিপরিষদে ড. বদর আবদেল-আতিকে নিয়োগ দেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেন, পররাষ্ট্র, অভিবাসন ও প্রবাসীবিষয়ক মন্ত্রী হিসেবে আপনার নিয়োগের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, পর্যটন, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দুদেশের ঐতিহ্যগত দ্বিপাক্ষিক সম্পর্ক কয়েক দশক ধরে গড়ে উঠেছে দেখে আমি আনন্দিত।