নিউজ ডেস্ক:
সাম্প্রতিক সময়ে একের পর এক প্রাচীন নিদর্শন উদ্ধার করে বারবারই সংবাদের শিরোনামে আসছে মিশর। আর সেই তালিকায় এবার যুক্ত হলো বেশ কয়েকটি মমি এবং প্রাচীন সামগ্রী, যার অনেকটাই রহস্যে আবৃত।
জানা গেছে, লাক্সরের একটি প্রাচীন সমাধিক্ষেত্রে সম্প্রতি অনুসন্ধান চালায় মিশরের প্রত্ন বিভাগীয় দপ্তর। সেখানে বেশ কিছু কবর খুঁড়ে আবিষ্কৃত হয়েছে ৮টি মমি এবং ১০০০-এরও বেশি প্রত্নবস্তু। প্রত্ন দপ্তর থেকে বলা হচ্ছে, এই সমাধিক্ষেত্রটি উসেরহাট নামে জনৈক বিচারকের জন্যই নির্মিত হয়েছিল।
এদিকে প্রত্নবিদদের মতে, এই উসেরহাট ব্যক্তিটির সময়কাল ছিল নিউ কিংডমের (১৫৫০-১০৭০ খ্রিস্টপূর্ব) কালে। এই কালপর্বে মিশর একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই সময়েই আধুনিক সুদানের উপরে তার নিয়ন্ত্রণ বিস্তৃত হয়। এই রাজত্বের পতনের কালেই এই সমাধিক্ষেত্রে বেশ কিছু মমির স্থান সঙ্কুলান হয় বলেই ধারণা মিশরের প্রত্ন দপ্তরের।
প্রত্নখননের ফলে এই সমাধিক্ষেত্রে বেশ কিছু সুড়ঙ্গ ও গোলকধাঁধা আবিষ্কৃত হয়েছে। এই গোলকধাঁধার ভিতরেই ছিল সারকোফ্যাগাস বা শবাধারগুলি। তবে আশ্চর্যের বিষয় হলো, আজও এই শবাধারগুলির রং উজ্জ্বল এবং তাদের অনেকগুলিই অটুট। এছাড়া প্রচুর পরিমাণে ছোট ছোট মানবমূর্তি পাওয়া গিয়েছে, যাদের পরনে মৃতের পোশাক। সেই সঙ্গে পাওয়া গিয়েছে অসংখ্য মৃৎপাত্র।