চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর ৫টায় বারইয়ারহাট পৌরসভা এলাকায় একটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার জেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকার পাড়া এলাকার মৃত মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম (২৮) ও একই জেলার ঈদগাঁও থানার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাপিতাখালী গ্রামের মৃত দিল মোহাম্মদের ছেলে মো. জাবের প্রকাশ রানা (২৬)।
উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সকালে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
তিনি জানান, মঙ্গলবার ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার একটি টিম বারইয়ারহাট পৌরসভার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বারইয়ারহাট বাজারের উত্তরা বাস কাউন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি সাদা হাইসগাড়ি থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। পরে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে একটি হাইসগাড়ি জব্দ করা হয়েছে।