বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ !

নিউজ ডেস্ক:

মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার সফলতা ওপেনা সৌম্য সরকারকে সাজঘরে পাঠানো।

প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ সৌম্য সরকার। মাত্র ১৫ রান করেই আগারের বল উড়িয়ে মারতে গিয়ে উসমান খাজার হাতে তালুবন্দি হন সৌম্য।

তবে প্রথম উইকেট হারালেও নাইট ওয়াচম্যান তাইজুলকে নিয়ে নিরাপদে দিন পার করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি অপরাজিত আছেন ৩০ রানে। খেলেছেন ৭০ বল, রয়েছে ২টি চারের মারও। আর তাইজুল ৯ বল খেলে ০ রান।

এর আগে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় সফরকারী অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ম্যাট রেনশো। আর শেষ দিকে স্পিনার আগার যোগ করেন গুরুত্বপূর্ণ ৪১ রান। অন্যদিকে বাংলাদেশের হয়ে সাকিব নেন ৫ উইকেট, মিরাজ ৩টি।

আর প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬০ রান সর্বোচ্চ ৮৪ রান করেন সাকিব, তামিম ৭১ ও নাসির ২৩।  সবমিলিয়ে অজিদের ৮৮ রানের লিড দিয়েছে মুশফিক বাহিনী।

Similar Articles

Advertismentspot_img

Most Popular