মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ !

0
50

নিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরে সড়ক দুর্ঘটনায় রাকিবুল ইসলাম (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ‍ায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় রাকিবুল। পরে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এদিকে রাকিবুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া।