নিউজ ডেস্ক:
হলিউডে সুযোগ পাওয়ার জন্য নাম, বয়স, শৈশব নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য দিয়েছেন। অভিনেত্রী রেবেল উইলসনের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছিল অস্ট্রেলিয়ার উইমেন’স ডে নামের একটি সাময়িকী।
২০১৫ সালের মোট আটটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছিল সাময়িকীটি। তাতে রেবেল উইলসনকে মিথ্যাবাদী বলে আখ্যা দেয়া হয়।
এবার সাময়িকীটির প্রকাশক ব্যুয়ের মিডিয়াকে জরিমানা করেছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান সর্বোচ্চ আদালতের বিচারক জন ডিক্সন। জরিমানার পরিমান ৩.৬ মিলিয়ন ডলার (অস্ট্রেলিয়ার মুদ্রায় ৪.৫৬ মিলিয়ন)।
আদালতে দায়ের করা অভিযোগ অভিনেত্রী রেবেল উইলসন অভিযোগ করেছিলেন যে, ওই সাময়িকী এসব কথা প্রচার করায় বেশ কয়েকটি ছবি থেকে বাদ পড়েন তিনি। এছাড়া নানা সুযোগও তার হাতছাড়া হয়ে যায়।
সূত্র : সিএনএন