মা-ভাইয়ের জোড়া খুনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নিহত ফরিদা বেগমের মেয়ে লন্ডন প্রবাসী আনফা বেগম ইসলাম।
মঙ্গলবার দুপুরে পৌর হাছন নগর এলাকার বাস ভবনে এক সংবাদ সম্মেলনে মা ও ভাইয়ের হত্যার সঠিক বিচারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে নিহত ফরিদ বেগমের বড় মেয়ে লন্ডন প্রবাসী আনফা বেগম ইসলাম জানান, যারা নির্মমভাবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে অতিদ্রুত বিচারের ব্যবস্থা করা হোক। সন্দেহভাজন প্রধান আসামি ফয়সাল এখনও পলাতক রয়েছে।তাকে গ্রেপ্তার করে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে মা ও ভাই হত্যার সঠিক বিচার দেখতে চান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আনফা বেগম ইসলামের মামাতো ভাই সজিব আহমদ। এছাড়াও অন্যান্য আত্মীয়-স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিহত ফরিদা বেগম, তার ছেলে এবং তাদের দু:সম্পর্কের বোনের পরিবার একই বাসায় থাকতেন। সোমবার (২৯ অক্টোবর) ভোর রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে। সকালে গৃহকর্মী কাজে এসে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশী ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন খালাতো বোনকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু ওই দিন তার ছেলেরা পলাতক ছিল।