মায়ের মৃতদেহের সঙ্গে তিন দিন !

0
39

নিউজ ডেস্ক:

মায়ের মৃতদেহের সঙ্গে তিন দিন কাটালেন মানসিক ভারসাম্যহীন ছেলে। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বিধাননগর এলাকার রবীন্দ্রপল্লীর ভাড়া বাড়িতে মা সানন্দা নন্দীর (৭২) সঙ্গে থাকতেন ছোট ছেলে ইন্দ্রদীপ নন্দী (৩৫)।
সানন্দা নন্দীর বড় ছেলে ইন্দ্রনীল (৪০) কাছেই অন্য একটি বাড়িতে থাকতেন। ইন্দ্রদীপ মায়ের মৃত্যুর খবর বড় ভাইকেও জানায়নি।

ইন্দ্রনীলের দাবি, মায়ের সঙ্গে তার শেষ দেখা হয়েছিল গত রবিবার। তখনও পর্যন্ত সানন্দা নন্দী সুস্থ ছিলেন বলেই জানিয়েছেন তিনি।

পঁচা গন্ধের অতিষ্ঠ হয়ে প্রতিবেশীরা সানন্দা দেবীর মৃতদেহ দেখতে পান। শুক্রবার রাতে সানন্দার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে ইন্দ্রদীপ নন্দী জানায়, আমি ভাত-ডাল রান্না করে মাকে দিয়েছিলাম। কিন্তু সে খায়নি। আমার সঙ্গে কথাও বলেনি।