মাহমুদউল্লাহ-মিরাজে ভর করে বাংলাদেশের ২৪৪

0
1

শেষ তিন ইনিংসে করেছিলেন মাত্র ৩ রান। সেই মাহমুদউল্লাহ রিয়াদ বিপদের সময়ে আবারও হলেন দলের ত্রাতা। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও তার ৯৮ এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ৬৬ রানের ইনিংসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ২৪৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটাও দারুণ হয় সফরকারীদের। উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৫৩ রান যোগ করেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। কিন্তু এই জুটি ভাঙতেই অল্প সময়ের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শঙ্কা জাগে অল্পতেই গুটিয়ে যাওয়ায়।

ব্যক্তিগত ১৯ রানে তানজিদ তামিম বিদায়ের পর স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার এবং জাকির হাসান। সৌম্য কাটা পড়েন ২৪ রানে। ৪ রানে জাকির বিদায় নেন রানআউট হয়ে। রান খরায় ভোগা তাওহীদ হৃদয়ের ব্যাটও হাসেনি কঠিন সময়ে। ৭ রান করে বিদায় নেন এই মিডল অর্ডার ব্যাটার।

৭২ রানেই ৪ উইকেট হারানো বাংলাদেশের হাল এরপর ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে রয়ে-সয়ে এরপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার গতি বাড়ান তারা। পঞ্চম উইকেট জুটিতে এ দুজন যোগ করেন ১৪৫ রান।

অধিনায়ক হিসেবে ওয়ানডেতে প্রথম ফিফটি তুলে নেওয়ার পর মিরাজ রানের গতি বাড়াতে গিয়ে ফেরেন ৬৬ রান করে। আগের ম্যাচে শেষদিকে বাংলাদেশের লড়াকু স্কোর পাওয়ায় যাদের ছিল অবদান, সেই জাকের আলী এবং নাসুম আহমেদ এদিন অবশ্য তেমন কিছু করতে পারেননি। জাকের ১ এবং নাসুম ৫ রান করেই ফেরেন।

শেষদিকে, মাহমুদউল্লাহও পারেননি ব্যক্তিগত মাইলস্টোন স্পর্শ করতে। ৯৮ বলে ৯৮ রানে থামতে হয় তাকে। ইনিংসের শেষ বলে রানআউট হন তিনি। ফলে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রানে থামে টাইগারদের রানের চাকা।

আফগানিস্তানের হয়ে একাই ৪ উইকেট তুলে নেন আজমতুল্লাহ ওমরজাই। একটি করে উইকেট নেন মোহাম্মদ নবী এবং রশিদ খান।