বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মাশরাফি কন্যার সঙ্গে ‘ছবি উৎসবে’ কলকাতার তারকারা !

নিউজ ডেস্ক:

হাবিবুল বাশার ও সাকিব আল হাসানের পর এবার তৃতীয় বাংলাদেশি হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালের সেরা বাঙালি খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

কলকাতা ভিত্তিক গণমাধ্যম এবিপি আনন্দ সেরা বাঙালি খেলোয়াড় হিসেবে টাইগার ওয়ানডে দলপতিকে ‌এ পুরস্কারে ভূষিত করে।

অনুষ্ঠানে মাশরাফির বড় মেয়ে হুমায়রাকে নিয়ে রীতিমতো ছবি উৎসবে মেতে ওঠেন উপস্থিত কলকাতার শোবিজ অঙ্গনের শীর্ষস্থানীয় তারকারা। এই তালিকায় ছিলেন দেব, কোয়েল, শুভশ্রী ও শ্রাবন্তী। এসময় মাশরাফি কন্যাও তাদের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন।

ছবিতে দেখা যাচ্ছে দেব হুমায়রার হাত ধরে দাঁড়িয়ে আছেন দেব। হুমায়রাকে মাঝে নিয়ে হাস্যোজ্জ্বল শুভশ্রী ও কোয়েল। এছাড়া শ্রাবন্তী গলা জড়িয়ে ধরেছেন হুমায়রাকে। মাশরাফির ছোট ভাই মুরছালিন বিন মর্তুজা তার ফেসবুকে সবগুলো ছবি পোস্ট করেছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular