বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মালয়েশীয়দের দেশত্যাগে নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার !

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ায় অবস্থানরত সকল মালয়েশিয়ার নাগরিকের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিম জং-নামের হত্যাকে কেন্দ্র কররে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।

এর আগে উত্তর কোরিয়া এবং মালয়েশিয়া একে অপরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে গত মাসে রাসায়নিক ব্যবহার করে মালয়েশিয়ান বিমানবন্দরে হত্যা করা হয়। প্রথম থেকেই এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।

কিমের হত্যা নিয়ে মালয়েশিয়ার তদন্তেরও কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ময়নাতদন্তের প্রতিবেদনও তারা প্রত্যাখ্যান করেছে। মৃতদেহটি যে কিম জং নামের সেটিও নিশ্চিত করেনি উত্তর কোরিয়া। তাকে শুধু একজন উত্তর কোরিয়ার নাগরিক হিসেবেই তারা দাবি করেছে।

মালয়েশিয়া ওই হত্যাকাণ্ডের জন্য সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী করেনি। তবে ব্যাপক সন্দেহ রয়েছে যে উত্তর কোরিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।হত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজন উত্তর কোরিয়ার নাগরিককে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। এরইমধ্যে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের দুই নারীকে ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular