নিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজানের প্রথম দিন থেকে অফিসের এই নতুন সময়সূচি কার্যকর হবে।
শনি ও রবিবার হাইকমিশন বন্ধ থাকলেও সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সকল সেবা প্রদান করা হবে। এছাড়া নামাজের জন্য দুপুর ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট বিরতি থাকবে।
শুক্রবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত সেবা প্রদান করা হবে। জুম্মার নামাজের পর আবার ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এক ঘণ্টা জুমার নামাজের জন্য বিরতি। দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান পাহাংয়ে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ছিল।