মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত

0
33

নিউজ ডেস্ক:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে শুরু হয় এ অনুষ্ঠান।

কোরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ শহীদুল ইসলাম।

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিফেন্স উইং প্রধান এয়ার কমোডর মো. হুমায়ূন কবির, রাজনৈতিক সচিব রইচ হাসান সারোয়ার, ফার্স্ট সেক্রেটারি এসকে শাহীন, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্স্ট সেক্রেটারি মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার প্রথম সচিব হেদায়েতুল ইসলাম মণ্ডল, ২য় সচিব তাহমিনা ইয়াসমিন, ফরিদ আহমদসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, মাজহারুল ইসলাম, জাকির হোসেন, আনিস মোল্লা, নয়ন, থিংকু, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার সাবেক সভাপতি রবিউল ইসলামসহ অনেকে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার কূটনীতিক ও প্রবাসীদের অংশগ্রহণে সভা করবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।