নিউজ ডেস্ক:
মালয়েশিয়ায় শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য কমিউনিটির সকল দল ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম। সোমবার রাজধানী কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাংয়ে মালয়েশিয়াস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সংগঠনের সভাপতি নুরুল ইসলাম চৌধুরির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আহমাদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে মালয়েশিয়ায় কর্মরত সিলেট প্রবাসীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সায়েদুল ইসলাম তার বক্তব্যে বলেন, মালয়েশিয়া সরকার অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরনে দারুন সুযোগ দিয়েছে। সকল অবৈধ শ্রমিককে এ সুযোগ গ্রহণের অনুরোধ জানান তিনি। ই-কার্ড এবং মাই ইজি’র মাধ্যমে বৈধ হওয়ার এ সুযোগ গ্রহণে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন সবধরনের সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন শ্রম কাউন্সিলর। মালয়েশিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের মত যত সংগঠন রয়েছে সবাইকে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যুক্ত হয়ে শ্রমিকদের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান এই কর্মকর্তা।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সোনাহর আলি খান, কোতারায়া বিজনেস কমিউনিটির সভাপতি রাশেদ বাদল, মালয়েশিয়াস্থ বরিশাল সমিতি ও বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ, গোপালগঞ্জ জেলা সমিতি মালয়েশিয়ার সভাপতি শওকত আলি তিনু, বৃহত্তর যশোর সমিতির সাধারণ সম্পাদক আলি হোসেন ও ফেনী সমিতি মালয়েশিয়ার সাধারন সম্পাদক মনসুর আল বাশার সোহেল।
মাওলানা মুফতি রেজাউল হকের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি নুর মিয়া, মহসিন আলি, রাসেল খান, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ রুহেল, কোষাধ্যক্ষ এম এইচ রহমান ফারুক, সহ-সাংগঠনিক মানিক মিয়া, জালাল আহমেদ ও প্রচার সম্পাদক এনামুল হক, মো. আতিকুর রহমান বেলাল, মো. আব্দুল মোমিন, নাসিম আহমেদ, মো. তোফায়েল আহমেদ, হাকিম কাউসার আহমেদ,তানভীর আহমেদ, রায়হান আহমেদ , জালাল উদ্দিন শাহীন, আদনান, এমদাদ উদ্দিন, কামরুল প্রমুখ।
ইফতার মাহফিলে দেশ, জনগণ ও বিশ্বজুড়ে থাকা সকল মুসলমানদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।