মালয়েশিয়ায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন !

0
71

নিউজ ডেস্ক:

পবিত্র কোরআন তেলোওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা পালন করেছে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা।

রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হলরুমে মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামি লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুল

শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন এবং আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, যুগ্ন সাধারণ সম্পাদক মো: শাহীন সরদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়া শ্রমিক লীগের লীগের সিনিয়র সহ সভাপতি মো: শাহ আলম হাওলাদার ও মহানগর শ্রমিক লীগের সভাপতি ইলিয়াছ আলী বুলু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: মোনায়েম খান, মালয়েশিয়া শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজোয়ানুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি হয় বর্ণাঢ্য আয়োজনের।