নিউজ ডেস্ক:
মালয়েশিয়ান মুদ্রা রিঙ্গিতের ধরপতনে ১ রিঙ্গিত সমান ২৪ টাকা থেকে ১৭ তে নেমে আসলো প্রায় দুই বছর হতে চললো। গত এক যুগের মধ্যে রেকর্ড পরিমাণ দাম পড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের। রিঙ্গিতের দাম পড়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে পেট্রোলিয়ামের চাহিদা কমে যাওয়া এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতাকে চিহ্নিত করেছেন মালয়েশিয়ার অর্থনীতিবীদরা। এছাড়া ধসের জন্য মালয়েশিয়ার বর্তমান অর্থনীতিকেও দুষছেন নাগরিকরা। শেষ খবর ১ রিঙ্গিতের বিনিময় মূল্য বাংলাদেশি ১৭.৫ টাকায় নেমেছে। এদিকে রিঙ্গিতের দাম কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা। মাত্র দুই বছর আগেও যেখানে ১ রিঙ্গিতে ২৬ টাকা পাওয়া যেতো সেখানে তা প্রায় ৯ টাকা কমে দাঁড়িয়েছে ১৭.৫ টাকায়।
রিঙ্গিতের দাম পড়ে যাওয়ায় শুধু প্রবাসীরাই হতাশ নয়, হতাশ সেখানকার স্থানীয় রেমিট্যান্স হাউজগুলি-সহ বাংলাদেশী প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ইইউসিবিএল ব্যাংক’র কর্মরত কর্মকর্তারাও। এসব ব্যাংক এর কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা যায়, দেশে টাকা পাঠানোর ভিড় সাধারণ সময়ের চেয়ে অনেক কমে গেছে।