বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মার্শাল ল জারির প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগপত্র জমা দিলেন

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন আজ বুধবার দেশের নাগরিকের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন  প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কাছে । এর আগে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মার্শাল ল ঘোষণা দেওয়ার পর তার সিনিয়র প্রেসিডেনশিয়াল স্টাফরাও সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বুধবার সকালে প্রেসিডেন্টের কার্যালয় প্রধান ও সিনিয়র সচিবদের গণপদত্যাগের ঘোষণা সাংবাদিকদের জানানো হয়।  দক্ষিণ কোরিয়ায় অভূতপূর্ব মার্শাল ল ঘোষণার পরই মূলত এই পদত্যাগের ঘটনাগুলো ঘটল। মঙ্গলবার দেশটিতে মার্শাল ল জারির সঙ্গে সঙ্গেই তা সংসদে বাতিল করা হয়। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট অস্থির হয়ে পড়ে।

প্রেসিডেন্ট ইউন মঙ্গলবার রাতে ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো মার্শাল ল কার্যকর করেন। তবে ৩০০ আসনের সংসদে ১৯০ জন আইনপ্রণেতা তার এই পদক্ষেপের বিপক্ষে ভোট দিলে তাকে তা প্রত্যাহার করতে বাধ্য করা হয়। খবর, সংবাদ সংস্থা ইয়োনহাপ ও সিনহুয়া ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular