মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ৪ নম্বর মহাজনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সুপার মার্কেট ভবন নির্মান করার প্রতিবাদে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু।
মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদের আয় বৃদ্ধি এবং এলাকার ব্যবসায়ীদের স্বার্থে একটি ব্যাংকের শাখা স্থাপন করার লক্ষে পরিষদের সিদ্ধান্ত মোতাবেক মার্কেট ভবনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মার্কেট নির্মানের কাজ শুরু হওয়ার পর থেকে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি মার্কেট ভবনের নির্মানের বিরোধিতা করে জেলা প্রশাসকসহ বিভিন্ন কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
তিনি আরো বলেন, এই মার্কেট ভবন নির্মানের অনেক আগে থেকে সাবেক জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে মার্কেট নির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, রেজাউর রহমান নান্নু চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তাই কিভাবে বর্তমান চেয়ারম্যানকে হেয় প্রতিপন্ন করা যায় তা নিয়ে তিনি ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছেন। ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজের জন্য তার লোকবলকে অর্ধেক কাজ দেওয়ার অযৌক্তিক দাবি করে আসছিলেন । সেই দাবি না মেটানোয় তিনি ষড়যন্ত্র করে আসছেন।
৮ নম্বর ওয়ার্ড সদস্য আজিজুল ইসলাম বলেন, বারি হক নামের একজন মোবাইলে ফোন দিয়ে মার্কেট নির্মান থেকে সরে আসার জন্য হুমকি দেয়। মার্কেট নির্মান বন্ধ না করলে মেরে ফেলারও হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন।
ইউনিয়ন পরিষদের মার্কেট ভবন নির্মান নিয়ে পরিষদের সদস্যরা অভিন্ন সুরে মার্কেট নির্মানের পক্ষে বক্তব্য দেন।