মার্কিন বোমারু বিমানের ১০ মিটার দূরে চীনা যুদ্ধবিমান ! তীব্র উত্তেজনা

0
13

নিউজ ডেস্ক:

মার্কিন সামরিক টহলদারী একটি বিমানকে চীনের হাইনান দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক আকাশ সীমায় চীনা যুদ্ধবিমান বাধা দিয়েছে। এমনটাই অভিযোগ করেছে পেন্টাগণ।
চীনা বিমানটি মার্কিন নেভির বিমানটির ১০ মিটারের মধ্যে চলে এসেছিল বলে দাবি পেন্টাগণের। মাঝ আকাশে চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

জানা গেছে, মার্কিন নৌবাহিনীর পি-৮ পোসেইডন টহলদারী বিমানটি নিয়মিত টহল দেওয়ার সময় একটি অস্ত্র সজ্জিত চীনা সুখোই-২৭ যুদ্ধবিমান মার্কিন বিমানটিকে বাধা দেয়। চীনের এই কৌশলী অভিযানে চীনা সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের উন্নীত সম্পর্কে ব্যাঘাত ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।