বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মার্কিন নাগরিকদের মধ্যে ওবামা সর্বাধিক প্রশংসিত পুরুষ

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নারীদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অধিক প্রশংসিত নাগরিক।
বুধবার প্রকাশিত এক জরিপে এ তথ্য জানানো হয়। খবর এএফপি’র।
গ্যালাপের বার্ষিক জরিপে ওবামা দশম বারের মতো এবং হিলারি ক্লিনটন টানা ১৬ বারের মতো শীর্ষ প্রশংসিত নামের তালিকায় ওঠে আসলেন।
হিলারি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।
এ জরিপে অংশ নেয়া ১৭ শতাংশ মার্কিন নাগরিক সর্বাধিক প্রশংসিত ব্যক্তি হিসেবে ওবামাকে সমর্থন করেন। গত বছর সমর্থন জানানোর এ হার ছিল ২২ শতাংশ।
এক্ষেত্রে ১৪ শতাংশ নাগরিকের সমর্থন পেয়ে ট্রাম্প দ্বিতীয়।
পোপ ফ্রান্সিস তিন শতাংশ লোকের সমর্থন পেয়ে এর পরের অবস্থানে রয়েছেন।
জরিপে অংশ নেয়া নয় শতাংশ মার্কিন নাগরিক অধিক প্র্রশংসিত নারী হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সমর্থন করেন।
এক্ষেত্রে সাত শতাংশ নাগরিকের সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং চার শতাংশ লোকের সমর্থন পেয়ে এর পরের অবস্থানে রয়েছেন টক শো উপস্থাপক ওপরাহ উইনফ্রে।
গ্যালাপ জানায়, এ জরিপে ১ হাজার ৪৯ জন অংশ নেন এবং ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জরিপটি চালানো হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular