বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মার্কিন গোয়েন্দা বিমানের গতি রুখে দিল চীন !

নিউজ ডেস্ক:

ফের সংঘাতের রাস্তায় চীন-যুক্তরাষ্ট্র! নতুন করে ফের আকাশে মার্কিন গোয়েন্দা বিমান পি-৩ ওরিয়নের পথ রুখে দিল চীনা এয়ারফোর্সের দুটি যুদ্ধবিমান।

বুধবার হংকংয়ের আকাশে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হয়েছে।  গত কয়েকদিন আগেই বিতর্কিত দক্ষিণ চীন সাগরের উপর বিতর্কিত জায়গাগুলির উপর দিয়ে উড়ে যায় মার্কিন বোমারু বিমান।  যা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়।  আর সেই রেশ কাটতে কাটতেই ফের চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটল।  চীনের এমন আচরণে ক্ষুব্ধ মার্কিন সামরিক কর্মকর্তারা।

পি-৩ ওরিয়ন বিমান হংকংয়ের দেড়শ’ মাইল দক্ষিণ-পূর্ব দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির গতি রোধ করে চীনের দুই যুদ্ধবিমান।  চূড়ান্ত পরিস্থিতিতে দুটি চীনা এয়ারফোর্সের বিমান মার্কিন গোয়েন্দা বিমান পি-৩ ওরিয়নের মাত্র ২০০ গজের মধ্যে চলে এসেছিল।

মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, পি-৩ ওরিয়নের একেবারে সামনে চলে আসে একটি চীনা যুদ্ধবিমান। এটি অনিরাপদ এবং অপেশাদারভাবে সামনে চলে আসায় পি-৩ ওরিয়নের স্বাভাবিক উড্ডয়ন বাধাগ্রস্ত  হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

Similar Articles

Advertismentspot_img

Most Popular