বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

ইয়েমেনের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথিরা। হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার (৮ সেপ্টেম্বর) ভোরে পূর্বে রেকর্ড করা ভিডিও বার্তায় এ তথ্য জানান।

ইয়াহিয়া সারি বলেন, মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনটিকে মারিবে (ইয়েমেনের একটি শহর) বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ড্রোনটি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল।

তিনি আরও বলেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই নিয়ে ৮ টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে গোষ্ঠীটি এখনও অবধি ধ্বংস করা ৩০ মিলিয়ন ডলার মূল্যের ড্রোনের ফুটেজ প্রকাশ করেনি।

এই ধরণের উন্নত মানের ড্রোনগুলি ১৫,২৪০ মিটার বা ৫০,০০০ ফুট পর্যন্ত উচ্চতায় ২৪ ঘন্টা পর্যন্ত উড়তে পারে।

উল্লেখ্য, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রদর্শনের জন্য ইয়েমেনি গোষ্ঠীটি ইসরায়েলের সাথে সংযোগযুক্ত জাহাজগুলিতে কয়েক ডজন হামলা চালিয়েছে। এবং ভবিষ্যতেও এ ধরণের হামলা চলমান থাকবে বলে জানান ইয়াহিয়া সারি। সূত্র: আল জাজিরা

Similar Articles

Advertismentspot_img

Most Popular