1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
মামুলি টার্গেটেও প্রথম ওয়ানডে ম্যাচে লজ্জার হার টাইগারদের | Nilkontho
৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
বন্দরের বে টার্মিনাল প্রকল্প পর্যালোচনার উদ্যোগ ৬৪ টি জেলায় একটি করে নদী দখল এবং দূষণমুক্ত করা হবে- পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা মামুলি টার্গেটেও প্রথম ওয়ানডে ম্যাচে লজ্জার হার টাইগারদের সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ ইসরায়েলি হামলায় বিধ্বস্ত লেবাননের একটি ভবন থেকে ৩০টি লাশ উদ্ধার কোরআনে বর্ণিত কিছু বিজ্ঞানময় আয়াত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ, বিএনপির ১০ দিনের কর্মসূচি পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে কমলার অভিনন্দন নিষিদ্ধ সংগঠন ও ফ্যাসিস্টদের প্রচারে সহায়তা করলে ব্যবস্থা: নাহিদ ইসলাম চুয়াডাঙ্গায় ৩ কি.মি. সড়ক জুড়ে তালবীজ বপন করেছে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন নেতানিয়াহু-ম্যাক্রোঁসহ বিশ্বনেতারা পার্বত্য উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ পেকুয়ায় ভেঙ্গে গেল ব্রীজের সংযোগ সড়ক ছাত্রদলের পোস্টার ক্যম্পাসে রংপুরে সবজি বিক্রেতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে: প্রেস সচিব ২ ওভারে ফিজের শিকার ৩, কোণঠাসা আফগানরা মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, জানালার কাচ ছিদ্র হয়ে ঢুকল ঘরে নোয়াখালীর সুবর্ণচরে স্কুল শিক্ষার্থীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মামুলি টার্গেটেও প্রথম ওয়ানডে ম্যাচে লজ্জার হার টাইগারদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। দীর্ঘ বিরতির পর আবার একদিনের ক্রিকেটে মাঠে নেমেছিল টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে বোলিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল টাইগাররা। তবে নবীর অনবদ্য ইনিংসের পরও ২৩৫ রান সংগ্রহ পায় আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে মিরাজ-শান্তর ৫৫ রানের জুটিতে ভালো শুরু পায় টাইগাররা। তবে এরপর শান্ত বিদায় নিলে তাসের ঘরের মতো ভাঙতে থাকে টাইগারদের উইকেট।

দলীয় ১৩৫ থেকে ১৩৯ রানের মাঝে হারিয়ে বসে পাঁচ উইকেট। তাতে হার চোখ রাঙাতে থাকে শান্তদের। শেষ পর্যন্ত শারজা ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দিয়ে বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করার দিনে ৩৪.৩ বলে ১৪৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। তাতে শারজার ঐতিহাসিক দিনে ৯২ রানের বিশাল জয়ে রাঙিয়ে রাখল আফগানরা। আর এতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রইল হাসমতউল্লাহ শহীদীর দল।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানে ৫ বলে মাত্র ৩ রান করে এ এম গজানফরের বলে আউট হন তানজিদ তামিম। এরপর ক্রিজে আসা অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সৌম্য। শান্ত কিছুটা দেখেশুনে খেলতে থাকেন। অন্যদিকে রানের চাকা সচল রাখেন সৌম্য।

দুজনের পাল্টা আক্রমণে ব্যাকফুটে চলে যায় আফগানরা। তবে এরই মাঝে ওমরজাইকে পুল করতে গিয়ে ৩৩ রানে আউট হয়েছেন সৌম্য। এরপর ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে সেটার প্রতিদান ভালোভাবেই দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু অল্প সময়ের ব্যবধানে সুইপ করতে গিয়ে তিনি ও শান্ত সাজঘরে ফেরেন। প্রথমে নবীকে ৪৭ রানে আউট হন শান্ত।

এরপর আর কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। শান্তর বিদায়ের পরই মিরাজ ফেরেন ২৮ রানে। এরপর তাসের ঘরের মতো ভাঙতে থাকে টাইগারদের উইকেট। শুধু আসা যাওয়া করেছেন। ১১ রানের মাঝে শেষ ৭ উইকেট হারিয়েছে টাইগাররা। শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় টাইগাররা। আফগানদের হয়ে বল সর্বোচ্চ ৬ উইকেট নেন গজনফর।

এর আগে ব্যাট করতে নেমে আফগানের হয়ে ইনিংস শুরু করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও সিদিকুল্লাহ আতাল। ব্যাট হাতে ওপেনিংয়ে বেশি সুবিধা করতে পারলেন গুরবাজ। ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিনের ফুলার লেংথে বল এগিয়ে এসে ড্রাইভ করতে যেয়ে মুশফিকের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। যাওয়ার আগে নামের পাশে ৫ রান যোগ করেন তিনি।

এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে নামেন রহমত শাহ। তাকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেবার চেষ্টা করছেন আরেক ওপেনার আতাল। গুরবাজের বিদায়ের পর ক্রিজে আসা রহমত শাহকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন অভিষিক্ত সেদিকউল্লাহ আতাল। শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৩০ রানে ফের উইকেট হারায় আফগানরা। ১৩ বলে ২ রান করা রহমতকে সাজঘরে ফেরান পেসার মুস্তাফিজুর রহমান।

এরপর দ্রুতই আফগান শিবিরে আরও জোড়া আঘাত হানেন দ্য ফিজ।। অভিষিক্ত সেদিকউল্লাহ ও আজমতুল্লাহ ওমরজাইকে আউট করেন তিনি। সেদিকউল্লাহ ২৯ বলে ২১ ও ওমরজাই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ ও গুলবাদিন নাইব মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে দলীয় ৭১ রানে ৩২ বলে ২২ রান করে তাসকিন বলে সাজঘরে ফিরে যান নাইব।

তার বিদায়ে ফের হোঁচট খায় আফগানিস্তান। এরপর ক্রিজে আসা নবিকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন হাশমতউল্লাহ। এই দুই ব্যাটারের ব্যাটে দেড়শোপার করে আফগানরা। একপ্রান্তে শাহিদি ধরে খেললেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নবী। অল্প সময়ের ব্যবধানে দুজনই অর্ধশতক পূরণ করেন। অবশ্য ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি আফগান অধিনায়ক। মুস্তাফিজের বলে ৫২ রানে বোল্ড হন এ ব্যাটার।

এরপর আফগান ব্যাটারদের কেউই আর টিকতে পারেননি। তবে একপ্রান্ত আগলে ঠিকই দলকে এগিয়ে নিয়েছেন নবী। শেষদিকে আউট হওয়ার আগে ৭৯ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এ অলরাউন্ডার। আর শেষ দিকে নাঙ্গেয়ালিয়া খারোটের ২৭ রানের ক্যামিওতে ৪৯.৩ ওভারে অলআউট হয়ে ২৩৫ রানে থামে আফগানদের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন তাসকিন ও মুস্তাফিজ।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:৫৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯
  • ১১:৫১
  • ৩:৪৭
  • ৫:২৭
  • ৬:৪২
  • ৬:১২

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০