বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মান্নান, তোতাসহ ৭ জনের রিমান্ড মঞ্জুর!

দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যাকা- মামলার এজাহারভুক্ত আসামি
নিউজ ডেস্ক:দর্শনায় যুবলীগের কর্মী পল্টু হত্যাকা-ের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি পৌর যুবলীগের সহসম্পাদক মান্নান, সাধারণ সম্পাদক তোতাসহ ৭ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান তাঁদের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন। আসামিরা হলেন দর্শনা মোবারক পাড়ার আলী হোসেনের ছেলে পৌর যুবলীগের সহসম্পাদক আব্দুল মান্নান খান (৪২), মৃত কবির খালাসীর ছেলে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা (৪৩), দর্শনা পুরাতন বাজারের মৃত জিয়াউল হকের ছেলে দিপু রেজা (৪১), মোবারক পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম ওরফে বাংলা (৪১), বাদল খানের ছেলে আলম (৪৩), ডা. শামসুল ইসলামের ছেলে মো. সোহেল (৪০) ও ইমারত আলীর ছেলে আশিক (২১)।
গত ২৩ আগস্ট দর্শনা পুরাতন বাজার রেল ইয়ার্ডে যুবলীগের কর্মী পল্টু হত্যাকা-ের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মান্নান খান, শেখ আসলাম আলী তোতাসহ ৭ জনের কাছ থেকে তথ্য উদ্ঘাটনের জন্য ১৬ সেপ্টেম্বর আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহব্বত আলী। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচার-বিশ্লেষণ করে এক দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান। এ সময় বাদী পক্ষের হয়ে যুক্তি উপস্থাপন করেন অ্যাড. সেলিম উদ্দীন খান।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট পূর্বশত্রুতার জের ধরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর ওউফের ছেলে যুবলীগের কর্মী নঈমউদ্দিন আহম্মেদ পল্টুকে (৩৫) কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ওই সময় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত ফরজ আলীর ছেলে মন্জুরকে (৩৪) মারাত্মকভাবে আহত করা হয়। এ ঘটনায় নিহত পল্টুর বড় ভাই মঈনউদ্দীন বাদী হয়ে পরদিন ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম আরও ১০-১২ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ১৬ সেপ্টেম্বর এজাহারভুক্ত আসামিরা চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular