বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মাননীয় প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বেফাক চুয়াডাঙ্গা জেলা কমিটি !

নিউজ ডেস্ক:  গত ১৩/০৮/২০১৮ইং তারিখে কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের (¯œাতকোত্তর ডিগ্রি, ইসলামিক স্টাডিজ ও আরবী সাহিত্যে) মান মন্ত্রী পরিষদে অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধান মন্ত্রী দেশ রতœ শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ (বেফাক) এর চুয়ডাঙ্গা জেলা কমিটি। বেফাক জেলা কমিটির সভাপতি মুফতী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে গতকাল সকাল ৯ টায় খাদেমুল ইসলাম মাদ্রাসার অফিস কক্ষে কওমী মাদ্রাসার উলামা মাশায়েখ গণের উপস্থিতিতে এ অভিনন্দন বার্তা জানানো হয়। দাওরায়ে হাদিসের সনদের স্বীকৃতি অনুমোদনে চুয়াডাঙ্গাসহ সারাদেশের কওমি ওলামা ও শিক্ষার্থীদের প্রাণের দাবী বাস্তবায়ন করলেন সরকার মর্মে বক্তব্য প্রদান করেন বেফাক চুয়াডাঙ্গা জেলা সহ সভাপতি হা: মাও: মাহফুজুর রহমন। সভাপতির বক্তব্যে মুফতী আব্দুর রাজ্জাক বলেন সরকারের এ মহতী উদ্যোগে ক্রমেই কওমি ধারা শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে এবং শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আমানতদারিদা ও সমাজের প্রকৃত খাদেম জাতী উপহার পাবে ইনশা আল্লাহ্। উল্লেখ্য যে গত ১১ এপ্রিল ২০১৭ ইং কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ) এর চেয়্যারম্যান আল্লামা শাহ্ আহমদ শফি এর উপস্থিতিতে গণভবনে কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমর্যাদা ঘোষণা করেন সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। কওমি মাদ্রাসা মূলত ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ মাদ্রাসার আলোকে প্রণীত শিক্ষা ব্যবস্থা। এখানে কোরআন-হাদিসের মূলধারার শিক্ষার ওপর বেশি জোর দেয়া হয়। বাংলাদেশে কয়েক হাজার কওমি মাদ্রাসায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসার সর্বচ্চ স্তর। কওমি শিক্ষায় ৬টি স্তর রয়েছে। এগুলো হল- ইবতেদাইয়্যাহ (প্রাথমিক), মুতাওয়াসসিতাহ্ (নি¤œ মাধ্যমিক), সানাবিয়্যাহ আম্মাহ (মাধ্যমিক), সানাবিয়্যাহ্ খাসসাহ্ (উচ্চ মাধ্যমিক), মারহালাতুল ফজিলত (¯œাতক), মারহালাতুত তাকমীল বা দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান)
বেফাক চুয়াডাঙ্গা জেলা কমিটির উপস্থিত সদস্য বৃন্দ:
ক্রমিক নাম পদবী ঠিকানা স্বাক্ষর
১। মুফতী আব্দুর রাজ্জাক মুহতামীম/পরিচালক বুজরুক গড়গড়ী মাদ্রাসা, চুয়াডাঙ্গা।
২। হা: মাও: মাহ্ফুজুর রহমান ” খাদেমুল ইসলাম মাদ্রাসা
৩। মাও: রেজাউল করীম ” বেলগাছি আছিরুদ্দীন ইসলামিয়া মাদ্রাসা
৪। মাও: মামুনুর রশীদ ” কালিয়া বকরী মাদ্রাসা
৫। মাও: শোয়াইব আহমদ কাসেমী শিক্ষক বুজরুক গড়গড়ী মাদ্রাসা, চুয়াডাঙ্গা।
৬। মাও: আবুল হাসান ”
৭। মাও: সিদ্দিকুর রহমান ”
৮। মুফতী রশীদ আহমদ পরিচালক ক্যাডেট স্কীম মাদ্রাসা, চুয়াডাঙ্গা
৯। মুফতী জুনাইদ আল হাবিবী সভাপতি চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ
১০। মাও: আব্দুস সামাদ পরিচালক মারকাজুল উলূম মাদ্রাসা, চুয়াডাঙ্গা।
১১। মাও: আব্দুল হামিদ মুহতামিম পাঁচকমলাপুর, মাদ্রাসা, চুয়াডাঙ্গা।
১২ মুফতী গোলাম কিবরিয়া মুহতামিম মাছুমা জান্নাত মহিলা মাদ্রসা।
১৩ মাও: আনসার আলী শিক্ষক গোপালপুর মাদ্রাসা, চুয়াডাঙ্গা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular