হবিগঞ্জ সংবাদদাতা ॥
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিশ্যামা এলাকা থেকে ১৩০ কেজি ভারতীয় গাঁজাসহ ১০৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। জানা যায়, রোববার (৮ এপ্রিল) ভোরে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা এলাকা থেকে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার আ. শহীদের নেতৃত্বে বিজিবি সদস্যরা গাঁজা জব্দ করেন। এদিকে একই দিন রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে বিজিবির একটি টহল দল পৃথক দুটি অভিযান চালিয়ে ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর এলাকায় থেকে ১০৩ বোতল ভারতীয় মদ, ১কেজি গাঁজা এবং ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেন। এ ব্যাপারে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি বিষয়গুলির সত্যতা নিশ্চিত করেছেন।