নিউজ ডেস্ক: মাদ্রাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও মাদ্রাসার সাধারণ বিষয়ের শিক্ষকদের সুপার ও অধ্যক্ষ হওয়ার সুযোগসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন।
একই সঙ্গে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখি ভাতাও দাবি করেছেন তারা।
মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটি।
অ্যাসোসিয়েশনের মহাসচিব জহির উদ্দিন তাদের দাবিগুলো তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে- মাদ্রাসা জাতীয়করণ ছাড়াও ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখি ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সম্মানজনক বাড়িভাড়া প্রদানসহ প্রতিটি আলিম ও ফাজিল মাদ্রাসায় বিজ্ঞান ভবন নির্মাণ; জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ২০১৩ সালের জারিকৃত সংশোধিত পরিপত্র বাতিল করে ২০১২ সালের পরিপত্র বহাল রাখা অর্থাৎ সাধারণ বিষয়ের শিক্ষকদের সুপার ও অধ্যক্ষ হওয়ার সুযোগ দেওয়া; আলিম ও ফাজিল পর্যায়ে প্রতি বিষয়ে দ্বিতীয় শিক্ষক নিয়োগ ও জনবল কাঠামোয় প্রদর্শক ও গ্রন্থাগারিক পদ অন্তর্ভুক্তকরণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি রিয়াজুল করিম, সিনিয়র যুগ্ম মহাসচিব ফজলুল বারী, যুগ্ম মহাসচিব হোসনি মোবারক প্রমুখ।