বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মাদক মুক্তসহ সুস্থ্য পরিবেশে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও খেলাধুলার বিকল্প নেই- হুইপ ইকবালুর রহিম

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- জাতীয় সংসদের হুইপ দিনাজপুর-৩ আসনের এমপি ইকবালুর রহিম তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে ৩১ জুলাই সোমবার প্রাথমিক শিক্ষা বিভাগ এর আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ক.খ আলাউল হাদি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক  খালেকুজ্জামান রাজু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আলোকিত করে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, একটি সন্তানকে মাদক মুক্ত সহ সুস্থ্য পরিবেশে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা ও খেলাধুলার বিকল্প কিছু নেই। শিক্ষা জ্ঞান অর্জনে এবং খেলাধুলা প্রতিভা বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।  ফলে মেধাবীদের কোন অপকর্ম ও মাদক কাছে টানতে পারে না। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তব রুপ দিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু কাল থেকেই প্রাথমিক পর্যায় শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিয়েছে। আর সেই আলোকেই দেশব্যাপী তৈরি হচ্ছে নাম করা খেলোয়াড়। যে সব খেলোয়াড় দেশ বিদেশে সুনাম অর্জন করে বাংলাদেশের মর্যাদাকে বৃদ্ধি হচ্ছে। পিতা-মাতা পাচ্ছেন ্কজন যোগ্য সন্তান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular