জীবননগর সীমান্তে বাল্যবিবাহ, মাদক ও চোরাচালানবিরোধী মতবিনিময় সভায় ডিসি
নিউজ ডেস্ক:জীবননগরে বাল্যবিবাহ, মাদক, চোরাচালান ও ডেঙ্গু প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘সমাজ থেকে মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ বন্ধ করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এর জন্য আমাদের শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। তাহলে কোনো শিক্ষিত ব্যক্তি এ ধরনের কাজ করতে সাহস পাবেন না। তাঁদের নিজেদের বিবেকে বাধা দেবে।’ তিনি আরও বলেন, ‘নিজে দুর্নীতি করব না, অন্যকে দুর্নীতি করতে দেব না। মাদক ও দুর্নীতি সমাজে থাকবে না। দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, সীমান্ত ইউপি সদস্য আব্দুস সালাম, জহুরুল ইসলাম, আব্দুল মোমিন, ইমাদ আলী ও আব্দুল আলিম। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন আসাদ, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জাকির হোসেন বিশ্বাস, যুবলীগের সভাপতি ইসাবুল হক মিল্টন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলীসহ বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, মসজিদের ইমাম, কাজি, শিক্ষক ও সুধীজনেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুর সবুর।