এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক ড.আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর বলেছেন, মাদক ও জুয়া খেলার সাথে কোন আপোষ করা হবে না, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করে আরো বলেন, যারা পল্লীর শান্তি প্রিয় সহজ সরল মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আইন অমান্য করে সমাজে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মার্চ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক ড.আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর এক মতবিনিমিয় সভায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম কাওসার, ওসি আবু আক্কাছ আহ্মদ, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবেদ আলী, জেলা পরিষদের সদস্য মোঃ নুর ইসলাম, সাতোর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শেখ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সহকারী অধ্যাপক কালিপদ রায়।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মঈন উদ্দিন আহাম্মেদ, সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আবুসামা মিয়া ঠান্ডু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন, যুগ্ন সাধারন সম্পাদক ও কলামিষ্ট মোঃ মোশাররফ হোসেন, জাতীয় পাটির সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম সহ সকল ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, এনজিও প্রতিনিধি রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।