বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মাত্র ১ টাকায় পাওয়া যাবে ১০ হাজার টাকার স্মার্টফোন!

নিউজ ডেস্ক:

জিওমি মোবাইল সংস্থা গ্রাহকদের জন্য অবিশ্বাস্য একটি অফার নিয়ে এসেছে। অফারে এবার মাত্র ১ টাকায় পাওয়া যেতে পারে ১০ হাজার টাকার একটি ফোন। এমঅন অফারটি শুনে চোখ কপালে উঠে গেলেও এটাই সত্যি।

চীনের স্মার্টফোন সংস্থা জিওমি ৬ এপ্রিল Mi Fan Festival-এর আয়জন করেছে। অফারের সুযোগ নিতে যোগ দিতে হবে Mi Fan Festival-এ। এর পাশাপাশি ফ্ল্যাস সেলের আয়োজনও করা হয়েছে সংস্থার তরফে। এই সেলের মাধ্যমে  মাত্র ১ টাকায় জিওমির ৯ হাজার ৯৯৯ টাকা দামের রেডমি নোট ৪ স্মার্টফোন পাওয়া যেতে পারে। তবে এই অফারটি শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য।

ফ্ল্যাশ সেলে যোগ দেওয়ার জন্য প্রথমে আপনাকে Mi Store APP ডাউনলোড করতে হবে। ৬ এপ্রিল সকাল ১০ থেকে ফ্ল্যাশ সেল শুরু হবে। সেই সময় আপনি তাতে যোগ দিতে পারবেন। যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ এই সেলটি চলবে বলে জানানো হয়েছে সংস্থাটির তরফ থেকে। ফ্ল্যাশ সেলের রেজাল্ট Mi Store অ্যাপে জানানো হবে।

দু’ঘণ্টার মধ্যে পেমেন্ট করতে হবে, না হলে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। সংস্থার যদি কোনও বিষয়ে সন্দেহ হয় তাহলে তারা সেই অর্ডার বাতিল করে দিতে পারবে। রেডমি নোট ৪ ছাড়া অন্যান্য স্মার্টফোন ও পাওয়ার ব্যাঙ্কের ক্ষেত্রেও থাকছে বেশ কিছু আকর্ষণীয় অফার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular