নিউজ ডেস্ক:
বাইশ গজে লড়াইয়ে নামার আগে সন্ধি বিরাট-এবি ডি ভিলিয়ার্সের মধ্যে। দক্ষিণ আফ্রিকা সফরে আইপিএলে সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে কোনও ‘ঝামেলা’ নেই বলে দক্ষিণ আফ্রিকায় প্রথম সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি৷
সিরিজ শুরুর আগে ‘স্টেইনগান’ আতঙ্ক তাড়া করছে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের৷ শুক্রবার থেকে নিউল্যান্ডসে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট৷ বাইশ গজে ব্যাট-বলের লড়াইটা মুলত স্টেইন-কোহলির৷ যদিও দুই দলের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট ও এবিডির উপর নির্ভর করছে সব কিছু৷
তবে এমনটা মানতে নারাজ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন৷ বিরাট বলেন, ‘এই সিরিজে শুধু আমরা দু’জনে খেলছি না৷ এবি আমার দারুণ বন্ধু৷ ওর খেলাটা আমি সম্মান করি৷ মানুষ হিসেবেও দারুণ৷ কিন্তু যখন আমরা একে অপরের বিরুদ্ধে খেলি তখন আমরা লাইন ক্রস করি না৷’
কোহলি আরও বলেন, ‘ওরা যেমন পূজারা, রাহানে ও আমার উইকেটটা দ্রুত পেতে চাইবে, আমরাও ঠিক এবি’র উইকেট পেতে চাইব৷ তবে এটা মাইন্ডসেট করলে চলবে না৷ কারণ যে কেউ যে কোনও দিন বড় ইনিংস খেলে দিতে পারে৷’
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় টেস্ট জেতেনি ভারত৷ এই সফর অবশ্য বিরাটবাহিনীর কাছে ইতিহাস সৃষ্টি করার সুবর্ণ সুযোগ৷ টানা ৯টি টেস্ট সিরিজ জিতে ইতিমধ্যেই রিকি পন্টিংকে ছুঁয়েছেন বিরাট৷ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতলে বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টানা ১০টি টেস্ট সিরিজ জয়ের বিশ্ব রেকর্ড করবেন কোহলি৷