নিজস্ব প্রতিবেদক:
অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কোমরে লুকিয়ে রাখা ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা করেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ৫৮ বিজিবির পরিচালক লে: কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মণ্ডলের ছেলে মো. আব্দুল কাদের মণ্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)।
এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে ৫৮ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের অধিনস্ত সামন্তা বিওপি’র একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করেন। বিজিবির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের একটি ধান ক্ষেতের মধ্যে ওঁৎ পেতে থাকেন। এ সময় দুজন ব্যক্তি পায়ে হেটে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাদের দুজনকে আটক করতে সক্ষম হন এবং তাদের শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো ৪৬টি স্বর্ণেরবার (৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম) উদ্ধার করতে সক্ষম হয়।
৫৮ বিজিবির পরিচালক লে: কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে দুই পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ ৪৬টি স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ২১০ টাকা।
তিনি আরও বলেন, স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে এবং অভিযুক্ত দুই পাচারকারীকে মহেশপুর থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন।