বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মহেশপুরে স্যান্ডেলের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২ হাজার ডলার উদ্ধার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সেজিয়া বাজার থেকে ২২ হাজার মার্কিন ডলারসহ তরিকুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে তাকে আটক করা হয়। আটককৃত তরিকুল ইসলাম উপজেলার ভৈরবা গ্রামের মশিয়ার রহমানের ছেলে। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি চক্র ভারত থেকে অবৈধভাবে মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে সেজিয়া বাজারে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে আটক করা হয়। পরে স্যান্ডেলের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২ হাজার ডলার উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল স্বীকার করেছে সে ভারতের রামনগর থেকে চোরাই পথে ডলার গুলো এনে মহেশপুরে পৌছে দেওয়ার কথা ছিল। এর আগেও সে এভাবে ডলার পাচার করেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular