মহেশপুরে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মনির খান

0
24

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর বিএনপির কার্যলয়ে কেঁক কাটার মধ্যেদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আমিনুর ইসলাম (বাবলুর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কন্ঠ শিল্পী মনির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাসেম সরদার পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি মনির খান তার বক্তব্যের শুরুতেই সাবেক এমপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি মশিউর রহমানের বিরুদ্ধে দুদকের মামলার রায় প্রত্যাখ্যান ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব তরিকুল ইসলামের সুস্থতা কামনা করে সকলের কাছে দোআ প্রার্থনা করেন।

মনির খান বলেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কাকে মনোনয়ন দেবে সেটি বড় কথা নয়। তৃণমূলের বিএনপিকে সুসংগঠিত করে দলের অভ্যন্তরীণ সকল বিভেদ দূর করে বিএনপির নতুন-পুরাতন সকল নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সুস্থ ধারায় রাজনীতির অভ্যাস গড়ে তুলতে কাজ করতে হবে। সাংগঠনিকভাবে বিএনপির অবস্থানকে শক্তিশালী করার লক্ষে আমি কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমি গানের মানুষ আর এই গানের মাধ্যমেই আপনাদের এতটা ভালোবাসা পেয়েছি। আমার এত ভালোবাসার প্রাপ্তি নিয়ে আমি রাজনীতির মাধ্যমেও আপনাদের সঙ্গে চলতে চাই। আমি আপনাদের জন্যই কাজ করে যেতে চাই। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। সুস্থ ধারার রাজনীতি নিয়েই সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। আগামী নির্বাচনে বিএনপি থেকে যাকেই মনোনয়ন দিক না কেন সে যেন জয়ী হয়ে মহেশপুর ও কোটচাঁদপুর বিএনপির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে। সে বিষয় টি উল্লেখ করে মনির খান বলেন, মহেশপুর ও কোটচাঁদপুরের মাটি বিএনপির ঘাঁটি। আর এই এখানকার মানুষেররা কখনই তাদের যোগ্য নেতাকে বেছে নিতে ভুল করবে না বলে আমি আশা রাখছি। সবশেষে মনির খান বলেন, মহেশপুর ও কোটচাঁদপুরের সকল মানুষের ভালোবাসা নিয়ে দলের অভ্যন্তরণী সকল কোন্দল বিভেদ ভুলে সকলকে সামনে নিয়ে এগিয়ে যাব।