মহেশপুরে দুর্বৃত্ত কতৃক চার’শ পেয়ারা গাছ কেটে সাবাড়

0
22

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুসা গ্রামে ওলিয়ার রহমানের এক বিঘা জমির ৪০০ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ওলিয়ার রহমান জানান, এক বিঘা জমি অন্যের কাছ থেকে বর্গা নিয়ে পেয়ারা গাছ লাগিয়েছি। আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখনো পেয়ারা বিক্রি করতে পারিনি। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, ক্ষতিগ্রস্থ কৃষক থানায় একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।