মহেশপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে জখমমহেশপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে জখম

0
8

 

নিউজ ডেস্ক:মহেশপুর পদ্মপুকুরে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাত্ব জখম করার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে মহেশপুর উপজেলার পদ্মপুকুরে এ ঘটনা ঘটেছে। আহত গরু ব্যবসায়ী মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে জুবাইস (২৭)। গতকাল সোমবার ভোর সাড়ে ৬টার দিকে রক্তাত্ব জখম অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। জানা গেছে, সুমন দীর্ঘদিন যাবত ভারতীয় গরুর ব্যবসা করে আসছে। এই ব্যবসার কারণে হয়তো ব্যবসায়ীদের মধ্যে মতদন্দ্বে এ ঘটনা ঘটেছে।  জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকনুজ্জামান রুবেল বলেন, আহত সুমনের বাম হাতে হাসুয়া দিয়ে কোপ মারায় অনেক রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।                                                                                                                                                                                                                                                           মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলমের সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি তবে অভিযোগ এলে বিষয়টি তদন্ত পূর্বক আইনে ব্যবস্থা নেওয়া হবে।